সুনামগঞ্জে স্থাপন হচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর আঞ্চলিক কেন্দ্র। এই আঞ্চলিক কেন্দ্র স্থাপনে নির্বাচিত জমি পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রনালয়ের সচিব মো. আবদুল হালিম।
শনিবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে উজানীগাঁও খান বাড়ীর পশ্চিমে প্রকল্প এলাকার ৫ একর ভূমি পরির্দশন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, শিল্প মন্ত্রনালয়ের একান্ত সচিব দিপঙ্কর রায়,দক্ষিণ সুনামগঞ্জর থানার সাব ইন্সপেক্টর মো. জয়নাল আবেদীন,সাংবাদিক হোসাইন আহমদ, সোহেল তালুকদার, নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির মো. আবু বক্কর সিদ্দিক ও বিটাকের কর্মকর্তা বৃন্দ প্রমুখ।