ছাতকের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ জামেয়া ইসলামিয়া অারাবিয়া দারুল হাদীস হাসনাবাদ অষ্টগ্রাম মাদরাসার ৯০ বছর পূর্তি ৪০সালা দস্তারবন্দী সম্মেলন সোম ও মঙ্গলবার।
সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন মাদ্রাসার (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির।
সম্মেলন উদ্বোধন করবেন অাল্লামা অাবদুল মুমিন ইমামবাড়ি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন অাল্লামা অাবদুল খালিক ভারত।
সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করবেন, আল্লামা হাসান মাদানী ভারত, অাল্লামা জুনায়েদ বাবুনগরী চট্রগ্রাম, শায়খুল হাদীস অাল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, শায়খুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, শায়খুল হাদীস অাল্লামা বিলাল অাহমদ বাওয়া ইউকে, মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা, অাল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, অাল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী,
মাওলানা হাসান মাদানী ভারত, হাফেজ মাওলানা জুবায়েদ অাহমদ অানসারী ঢাকা, শায়খুল হাদীস অাল্লামা মামুনুল হক ঢাকা, মাওলানা সাঈদ আহমদ অাসাম ভারত, মাওলানা মুফতি সাইফুল ইসলাম ইউকে।
এছাড়া অামন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন শায়খুল হাদীস অাল্লামা মুকাদ্দস অালী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা মুশতাক অাহমদ খান, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা অাবদুল কাইয়ুম কামালী, শায়খুল হাদীস অাল্লামা মুখলিছুর রহমান, শায়খুল হাদীস অাল্লামা অাবদুস শহিদ, মুফতি ওলিউর রহমান, মাওলানা অানোয়ার হোসেন চিশতি, মাওলানা ফয়ছল অাহমদ, মাওলানা সৈয়দ জুমেল অাহমদ, শায়খুল হাদীস অাল্লামা অাহমদ অালী, মাওলানা মাহফুজুল হক ঢাকা, মাওলানা অাবদুল বছির, মাওলানা সমিউর রহমান মুসা, মাওলানা সাদিক অাহমদ, হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুর।