ছাতক থানায় দায়ের করা হত্যা মামলার এক আসামিকে সিলেট নগরীর শাহজালাল মাজার গেট এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া কামাল হোসেন নামে কোম্পানীগঞ্জ উপজেলাধীন শারপিন চন বাড়ী গ্রামের মাওলানা মঈন উদ্দিনের ছেলে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।