আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।
রোববার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে হবিগঞ্জ-৪ আসনের (মাধবপুর ও চুনারুঘাট) প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। এ আসনের বর্তমান সংসদ সদস্য মাহবুব আলী।
সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তিনি সমাজের প্রতিনিধি হিসেবে বিজয়ের ব্যাপারেও আশাবাদী।
তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে নৌকার বিজয় নিশ্চিত করে সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল মাধবপুর ও চুনারুঘাটকে সুন্দর করে সাজাতে চান। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে চান।
সংবাদটি শেয়ার করুন