সুনামগঞ্জ-০৩ আসনে (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্বে এম এ মান্নান ।
শুক্রবার ( ৯ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে সুনামগঞ্জ-০৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেন, আমি জনগণের সেবক হিসাবে সুনামগঞ্জ বাসীর উন্নয়নে কাজ করেছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখে পুনরায় একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করিছি। আশাকরি আমি দলীয় মনোনয়ন পাব এবং দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর বাসীর ভোটে বিজয়ী হয়ে নৌকা নিয়ে সংসদে আসিন হবো। তিনি মনোনয়ন ফরম পূরণ করে দু’একদিনের মধ্যে জমা দেবেন বলে জানিয়েছেন।