কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় “ফরমায়েশি” উল্লেখ করে এর প্রতিবাদসহ ৭ দফা দাবি বাস্তবায়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
শনিবার (২০ অক্টোবর) সকালে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তারের সভাপতিত্বে, সদস্য সচিব অ্যাড. হাফেজা ফেরদৌস লিপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল।
এ সময় আরও বক্তব্য রাখেন, অ্যাড. জয়শ্রী দেব, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক নাসিম উদ্দিন লালা, সুয়েব আহমদ, মুনাজ্জির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, ডাক্তার রাবেয়া সিদ্দিকা, রহিমা আক্তার, রোকেয়া আক্তার, আসমা বেগম, মার্জিয়া বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলা সম্পাদিকা হালিমা আক্তার ডালিয়া, রেশমা বেগম সহ প্রমূখ।