শহরে সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ির নাট মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্।
বুধবার দুপুরে তারা মন্দিরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, আওয়ামী লীগ নেতা অ্যাড. আজাদুল ইসলাম রতন, অমল কান্তি চৌধুরী হাবুল, যুবলীগ নেতা নুরুল ইসলাম বজলু, অরুণ দাস, মন্দির কমিটির চন্দন চক্রবর্তী।