
সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে মিথ্যাচারে মেতে উঠেছে-এমপি মানিক
ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, আওয়ামলীগের বিপক্ষের শক্তি প্রয়োজনে তারা শয়তানের সঙ্গেও আতাত করে হলেও ছাতক দোয়ারাবাজারে নৌকাকে পরাজিত করতে চায়। একাত্তরের পরাজিতরাই এ অঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে মিথ্যাচারে মেতে উঠেছে। তারা মুক্তিযুদ্ধের শক্তিকে প্রতিহত করতে চায়। তাই আগামী ২০ অক্টোবর দোয়ারাবাজারে আ’লীগের সমাবেশ কে সফল করতে হবে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আব্দুল মজিদ বীরপ্রতিকের সভাপতিত্বে ও আব্দুল হালিম বীরপ্রতিকের পরিচালনায় অনুষ্ঠিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি উপরোক্ত কথা বলেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফখর উদ্দিন, বীমেুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফতেফুল ইসলাম, সামছুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা বশির আহমদ, আব্দুল হান্নান, ফারুক মিয়া, ইয়াকুব আলী, তাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হাজী আব্দুল খালেক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, বীরমুক্তিযোদ্ধা শওকত আলী, সানুর আলী, ইদ্রিস মিয়া, আ’লীগ নেতা প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, বরুন দাস, হাজী শানুর আলী, ছালিক মিয়া, ইউপি সদস্য তাজির উদ্দিন প্রমুখ।