
রোববার রাতে শহরের বাবলু সুপার কমপ্লেক্সে পৌর আওয়ামীলীগ যুবলীগ ও স্বেচ্চসেবকলীগের উদ্যোগে ২০ অক্টোবর দোয়ারা বাজারের সভা সফল করতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছাতক পৌরসভার প্রতিষ্ঠাতা পৌর মেয়র আলহাজ আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও পৌরযুবলীগ নেতা ছাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ আফজাল হোসেন, চান মিয়া চৌধুরী, হেমেন্দ্র প্রসাদ রায়, মুক্তিযোদ্ধা স্বরাজ কুমার দাস, স্বেচ্ছাসেবলীগ নেতা হাজী ওয়াবদুর রব বাবলু, জেলা স্বেচ্ছাসেবলীগের সহ-সভাপতি বাবুল রায়, সামছু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা লায়েক মিয়া, জামান উদ্দিন, শাহ মোঃ আরজ মিয়া, নুর আলম, এখলাছ খান, উলামালীগ নেতা কাজী আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ারমিয়া আনু, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা মাহফুজ বাবলু, আতিকুর রহমান শাওন, স্বেচ্ছাসেবলীগ নেতা আল আমিন, যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান লাভলু, আঙ্গুর আলম প্রমুখ।