
তিনি বলেন, যারা গোলা পানিতে মাছ শিকার করতে চায়, যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন ছাতক দোয়ারাবাজারে জননেত্রী শেখ হাসিনার সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন সাধন করেছে।
তিনি আরোও বলেন, বিএনপি ক্ষমতায় থাকালে এই অঞ্চলে ঘৌড় দৌড়ের নামে বেহায়াপনা ও জুয়ার মেলা অনুষ্ঠিত হতো। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর প্রশাসনের সহযোগিতায় তা সম্পুর্ণ নিষিদ্ধ করি। এখন প্রতি বছর জুয়ার মেলার আদলে সারা দেশের ন্যায় এ অঞ্চলেও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়। উন্নয়ন মেলায় বিনোদনের পাশাপাশী জনগণ তাদের উন্নয়ন সাধনের বার্তা পাচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভেদ ভুলে আবারো নৌকা প্রতিক কে বিজয়ী করুন।
শনিবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ’র পরিচালনায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, আব্দুল মজিদ বীর প্রতিক, আব্দুল হালিম বীর প্রতিক, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, সদর ইউপি’র সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল খালেক, পান্ডার গাও দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,পান্ডার গাও ইউপি’র সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ইউপি সদস্য তাজির উদ্দিন, মান্নারগাও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ভুপতি দাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক শহীদুল ইসলাম আ’লীগ নেতা জুনাব আলী প্রমুখ।