‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’এবং ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য সুনামগঞ্জ’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ৩ তিনব্যাপী উন্নয়ন মেলা ৪ নভেম্বর থেকে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হতে যাচ্ছে। ৪র্থ জাতীয় এ উন্নয়ন মেলায় ভাটির জনপদের সকল শ্রেণীপেশার মানুষ,জিও এনজিওসহ সকল স্বেচ্ছাসেবী সংগঠণকে সক্রিয়ভাবে অংশগ্রহনের আহবাণ জানিয়েছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বুধবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরুজ্জামান, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন প্রমুখ।
প্রেসব্রিফিং শেষে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা প্রচারের লক্ষ্যে বর্ণাঢ্য “সাইকেল র্যালীর উদ্বোধন করেন পরকিল্পনা কমশিন এর র্আথ সামাজকি অবকাঠামো বিভাগের সদস্য ভারপ্রাপ্ত সচিব দিলোয়ার বখত। সাইকেল র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। সাইকেল র্যালী উদ্বোধন শেষে র্আথ সামাজকি অবকাঠামো বভিাগ পরকিল্পনা কমশিন সদস্য দিলোয়ার বখত বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশে যে সব উন্নয়ন করেছেন সে উন্নয়নগুলোই উন্নয়ন মেলার মাধ্যমে সকলের মাঝে তুলে ধরা হবে।