বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
রোববার ৩ বছর মেয়াদী ৩১ সদস্যের এ কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মহিবুর রহমান, সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার আজাদ।ওই দিন বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত উপস্থিত শিক্ষকদের কণ্ঠ ভোটে এ কমিটি গঠন করা হয়।
সভাপতিত্ব করেন দীলিপ রঞ্জন বিশ্বাস, বক্তব্য দেন শিক্ষক হরিশ চন্দ্র বর্মন রিপন, অখিল চন্দ্র দেবনাথ, শহীদুল ইসলাম আকিক,ছায়েদুর রহমান, রনজিৎ কুমার তালুকদার, ফারুক উদ্দিন তালুকদার প্রমূখ।