সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত প্রায় এক বছর ধরে সাচায়ানী গ্রামের আপ্তর আলীর ছেলে জিয়াউর রহমান (২৫) ও একই গ্রামের আবদুন নুরের কন্যা কলি বেগমের (১৯) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে গ্রামে সালিশ বৈঠকের মাধ্যমে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটে। এর মধ্যে বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে প্রেমিকা কলি বেগম তাঁর প্রেমিক জিয়াউর রহমানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। খবর পেয়ে রাতেই থানা পুলিশ অনশনরত প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) তাঁকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই গোলাম মুর্শেদ চৌধুরী ফাত্তাহ বলেন, অনশনরত প্রেমিকাকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।