জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাথারিয়া ইউনিয়নের বাবনিয়া এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন–৯, সিপিসি–৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার ডিএডি আমজদ আলীর নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ থানা এলাকার গণিগঞ্জ সাকিনের বাবনিয়া গ্রামের ইটের ব্লকের রাস্তার সামনে সুনামগঞ্জ-দিরাইগামী রাস্তা হইতে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. ফয়সল(৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেন। সে জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, ফয়সল দীর্ঘদিন যাবত অতি গোপনে সিলেট জেলার বিভিন্ন এলাকার যুব সমাজের নিকট গাজাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার এসব কর্মকান্ড দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার আসামীকে রাতেই জেলার দক্ষিন সুনামগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।