স্টাফ রিপোর্টার ::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব -১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের টিকেট পেয়েছে জগন্নাথপুর উপজেলা। বুধবার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সকালে ধর্মপাশা উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা।
বিকাল ৩.৪৫ মি. দিনের ২য় ম্যাচে সুনামগঞ্জ পৌরসভার মুখোমুখি হয় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। খেলার দ্বিতীয়ার্ধে ১ গোলে এগিয়ে যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। খেলার শেষ পর্যায়ে সুনামগঞ্জ পৌরসভার একটি শট পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু সুনামগঞ্জ পৌরসভা দলের খেলোয়াড়েরা গোল দাবি করলে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে দর্শকরাও মাঠে ঢুকে পড়লে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।
এদিকে টুর্নামেন্টে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ছাতক, দিরাই ও জগন্নাথপুর উপজেলা।